বা়ং সায়েন (Bang Saen)
ব্যাংককের খুব কাছেই অবস্থিত একটি অনিন্দ্য সুন্দর পর্যটন স্থান। জায়গাটির নাম বা়ং সায়েন (Bang Saen)। এটি পাতায়া যে প্রদেশের
অন্তর্ভুক্ত সেই চনবুড়িতেই অবস্থিত, ব্যাংকক এবং পাতায়ার মাঝামাঝি
জায়গায়। ব্যাংকক থেকে ঘন্টা দেড়েক সময় লাগে এখানে যেতে। আমার কাছে
ব্যক্তিগতভাবে স্থানটিকে পাতায়ার চেয়েও গোছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন
মনে হয়েছে। সেই সাথে এখানকার প্রাকৃতিক পরিবেশ পাতায়ার চেয়ে অনেক ভালো।
আমাদের অনেকেই আছে যাদের হাতে ঘোরার জন্য হয়তো ৮ থেকে ১০ ঘন্টা সময় আছে,
বিশেষ করে যারা রাতের ফ্লাইটে বাংলাদেশে ফেরেন তাদের ক্ষেত্রে দিনের বেলায়
যে সময়টুকু থাকে এই সময়ের মধ্যে এখানে এসে ঘুরে সমুদ্রসৈকতে খুব ভালো
সময় কাটিয়ে এবং এখানকার ন্যাশনাল মেরিন ইনস্টিটিউট গ্যালারি টা ঘুরে
সহজেই আবার ব্যাংকক ফেরত যেতে পারেন। তবে আমার সাজেশন হলো আপনারা ব্যাংক
থেকে সকালেই চেক আউট করে যে গাড়িটা নিয়ে আসবেন সেটাতে করেই সরাসরি
ব্যাংকক এয়ারপোর্টে চলে যাবেন। তাহলে আপনার সময়, খরচ এবং ঝামেলা তিনটিই
কমে যাবে।
বান সাইন এ আষাঢ় জন্য উপায় হল দুটি - বাসে আসতে চাইলে
সুকুম্ভিত এর 42 নম্বর রাস্তায় অবস্থিত একামাই বাস স্ট্যান্ড থেকে জনপ্রতি
120 থাই বাথ এর বিনিময় আসতে পারবেন।
আর ব্যক্তিগতভাবে আসতে চাইলে
ট্যাক্সি বা গাড়ি ভাড়া করে আসুন 800 থেকে 1000 থাই বাথ লাগবে। আর যদি
সারাদিনের জন্য গাড়িটিকে বুক করেন সে ক্ষেত্রে পনেরশো থেকে 2000 এর মধ্যেই
পেয়ে যাবেন। সে ক্ষেত্রে গাড়িটি আপনার সাথে 10 ঘণ্টা থাকবে। সদস্য
সংখ্যা 3 জন বা তার বেশি হলে ট্যাক্সি নিয়ে আসাটাই সুবিধাজনক।
বান সায়েনে কি কি দেখবেনঃ
খুব সুন্দর নারিকেল গাছের ছায়াছবি তো প্রশস্ত বিচ ছাড়াও এখানে আছে মাংকি
টেম্পল যেটা একটি পাহাড়ের চূড়ায় অবস্থিত এবং সেখান থেকে পুরো বানান
শহরটিকে দেখা যায়। আরো আছে ন্যাশনাল মেরিন ইনস্টিটিউট যেখানে জনপ্রতি
মাত্র ২০০ থাই বাথ (বাচ্চাদের একশ) দিয়ে টিকেট কেটে আপনি সমুদ্রতলের জগতের
দেখা পাবেন। এখানে আন্ডার ওয়াটার ওয়ার্ল্ড নামের একটি গ্যালারি আছে
যেখানে সমুদ্রের বিভিন্ন ধরনের মাছ এবং সামুদ্রিক পরিবেশ অবিকল ভাবে দেখানো
হয়েছে। বাচ্চাদের জন্য এটি বিশেষ করে খুবই উপভোগ্য এবং তাদের জন্য অনেক
শিক্ষণীয় বিষয় ওখানে রাখা হয়েছে।
এরপর আছে ওয়াং সায়েন হেল গার্ডেন
যেটি আসলে বৌদ্ধ ধর্মে বর্ণিত নরকের যে সকল উদাহরণ দেয়া হয়েছে সেগুলোরই
গ্রাফিক্যাল সংস্করণ অর্থাৎ বিভিন্ন মূর্তি বা আকৃতির মাধ্যমে সেই নরকক
দেখানো হয়েছে।
এখানে আরেকটি মজার জিনিস আছে সেটা হল মিনি গলফ কোর্ট।
আমাদের অনেকেরই গলফ খেলার ইচ্ছা আছে, কিন্তু সেটা হয়ে ওঠে না বিশাল অংকের
মেম্বারশিপ ফি এবং সাজ-সরঞ্জামের অভাবে। আপনি নির্দিষ্ট একটি ছোট অংকের ফি
এর বিনিময়ে এখানে গলফ খেলার মজাটা নিতে পারবেন।
খাওয়া-দাওয়ার
ব্যাপারে চিন্তার খুব বেশি কোন কিছু নেই। এখানে সেভেন ইলেভেন শপ, ফ্যামিলি
মার্ট, ম্যাকডোনাল্ড, কেএফসি সবই আছে। আর বিচ রোডের উপরে কিছুদূর পর পরই
আপনি পাবেন স্ট্রীট ফুডের বাহারি রকমের সমাহার। সি ফুড এর এত বড় সম্ভার
আমি অন্য কোথাও দেখিনি। দাম ও খুব একটা বেশি নয়। আমাদের চারজনের জন্য একেক
বেলায় 400 থেকে 500 থাই বাথ এর মধ্যেই খাবার হয়ে যেত।
রাতে থাকতে
চাইলে 500 থেকে 800 থাই বাথ এর মধ্যেই খুব ভালো মানের রুম পাওয়া সম্ভব।
বেশ কয়েকটিতে ওরা ব্রেকফাস্ট ও পরিবেশন করে। বাং সায়েনে আমার সবচেয়ে
যেটা ভালো লেগেছে সেটা হলো আপনাকে বিদেশী দেখেও এরা কোন জিনিসের দাম বেশি
চাইবে না। স্থানীয়দের কাছে যে দামে বিক্রি করবে আপনার কাছে ও তাই।
বাং সায়েনে নিরাপত্তার ব্যাপারে চিন্তা করার কোন কিছু নাই আপনার যখন খুশি
রাস্তায় বের হবেন, বিচে আসবেন, ঘোরাঘুরি করবেন কোন সমস্যা নেই। শুধু সাথে
আপনার পাসপোর্ট এবং ভিসার কপি রাখবেন।
Collected from Traveler Hassan Mahmud
No comments:
Post a Comment