Thailand Tour by Depayan Paul
আমি এবং আমার wife থাইল্যান্ড ঘুরে আসি গত ২৬/০৫/২০১৯ হতে ০১/০৬/২০১৯ তারিখ পযন্ত। টিওবিতে অনেক পোস্ট আছে থাইল্যান্ড এর উপর। মোটামুটি বাজেটে নিজে নিজে কিভাবে থাইল্যান্ড ঘুরে আসা যায় এ নিয়ে আমাদের অভিজ্ঞতা শেয়ার করব।
আমাদের ২৬ তারিখ রাত ২টায় ফ্লাইট ছিল থাইএয়ার এ। আমরা ১১:৩০ এর মধ্যে ইমিগ্রেশন শেষ করে EBL Sky lounge এ চলে যাই সময় কাটানোর জন্য। ঠিক সময়ে ফ্লাইট ছাড়ে এবং ৫:৩০ নাগাদ সুবর্ণভূমি এয়ারপোর্টে পৌঁছে যাই। ৬:৩০ টা নাগাদ ইমিগ্রেশন শেষ করে ব্যাগেজ কালেক্ট করি (এয়ারপোর্টে ইমিগ্রেশন এর ডিরেকশন দেয়া ছিল আর ব্যাগেজ কালেকশনের বেল্ট নং ফ্লাইটে বলে দিয়েছিল / ইমিগ্রেশন শেষ ডিসপ্লে বোডে ও দেয়া থাকে কোন ফ্লাইটের ব্যাগেজ কোন বেল্টে পাওয়া যাবে)। ইন্টারনেট ব্যবহারের জন্য সুবর্ণভূমি এয়ারপোর্টে ট্রু মুভ এর টুরিস্ট সিম কিনে নি ২৯৯ বাথে। আমাদের পরবতী ফ্লাইট ছিল ১১:২৫ এ ফুকেটের উদ্দেশ্যে ডন মুয়াং এয়ারপোর্ট থেকে। সুবর্ণভূমি এয়ারপোর্ট হতে ডন মুয়াং এয়ারপোর্টে যাওয়ার জন্য Free Shuttle Bus পাওয়া যায় Arrivals (2nd floor) এর Gate 3 হতে। রবিবার আর সকাল বেলা হওয়ায় ৭:০০ টার Shuttle Bus ৭:৫০ নাগাদ ডন মুয়াং এয়ারপোর্টে পৌঁছে যায় (বাস প্রথমে International Terminal এ থামে এরপর Domestic Terminal এ)। ফ্লাইট লেইটে ছাড়ায় আমরা ১:৩০ নাগাদ ফুকেট এয়ারপোর্টে পৌঁছি। এয়ারপোর্টে Shared Minivan (Microbus এর মত) পাওয়া যায় ১৮০ জনপ্রতি বাথে Patong Beach এর যেকোনো হোটেলে পৌঁছে দেয়। Booking.com এর মাধ্যমে আগে থেকে হোটেল বুকিং দেয়া ছিল। ৩টা নাগাদ Baumanburi Hotel এ Check in করি। পরের দিন Phi Phi Island যাওয়ার প্ল্যান ছিল, তাই আশেপাশের কয়েকটি টাভ্রেল এজেন্টের সাথে দরদাম করে জনপ্রতি ৯০০ বাথে Phi Phi Island এর প্যাকেজ বুকিং করি (প্যাকেজে হোটেল পিক আপ / ড্রপ, লাঞ্চ, ড্রিংকস সহ ৮ টি স্পট ও ২ বার Snorkeling অন্তভূক্ত ছিল)।
২য় দিন-
পরদিন Phi Phi Island ট্যুর শেষে সন্ধ্যা ৬ টা নাগাদ হোটেলে ফিরি। এ এক অসাধারণ অভিজ্ঞতা। রাতে Patong Beach এর আশেপাশে ঘুরে বেড়াই। ফুকেটে কোন Public Transport / Metered Taxi পাইনি, সম্ভবত নাই। Tuktuk পাওয়া যায়, Patong এর যেকোনো জায়গায় ২০০ বাথ (Official rate) তবে দরদাম করে কমে যাওয়া যায়। তারপর দিন ব্যাংকক ফিরার পালা, তাই টাভ্রেল এজেন্টের থেকে জনপ্রতি ২০০ বাথে Shared Minivan এ Phuket airport এ আসার বুকিং করি।
৩য় দিন-
ফুকেট থেকে বিকাল ৩:২৫ এর ফ্লাইট বিকাল ৫ টা নাগাদ ডন মুয়াং এয়ারপোর্টে পৌঁছায়। বাংককের Nana এরিয়ার হোটেলে উঠবো ঠিক করি। আমরা এয়ারপোর্ট হতে A1 বাসে Mo Chi BTS স্টেশনে পৌঁছি (জনপ্রতি ৩০ বাথ)। Mo Chi BTS স্টেশন হতে Nana BTS স্টেশনে পৌঁছি (জনপ্রতি ৪৯ বাথ)। Nana এরিয়ার কয়েকটি হোটেল দেখে আমরা Ambassador Hotel এ উঠি। হোটেল বুকিং দিয়ে আসাই ভাল, কিছুটা কমে পাওয়া যায়। তবে এখানে এসে বুকিং দিলে রুম, পরিবেশ ইত্যাদি তুলনা করা যায়। আমরা অবশ্য কিছুটা কমে থাকাই instant agoda.com এ হোটেল বুকিং করি। ফুকেটে আমাদের খাওয়া দাওয়ার কিছুটা সমস্যা হয়েছিল, তাই এক বড় ভাই এর মাধ্যমে মোটামুটি reasonable price এ একটা বাংলা খাবার হোটেলের খোঁজ পাই (Little Spicy, Sukhumvit soi 11 এ)। এছাড়া 7 Eleven এ ও কম দামে মোটামুটি ভাল খাবার পাওয়া যায়।
৪র্থ দিন-
Siam Ocean World এবং Madame Tussauds Museum দেখার প্ল্যান করি। আমি klook থেকে Siam Ocean World (Aquarium) + 4D Cinema + Madame Tussauds Museum এর ২টা combo টিকেট কাটি USD 57 দিয়ে (জনপ্রতি ৯০০ বাথ)। এই প্যাকেজে টা আমার তুলনামূলক সস্তা মনে হয়েছে (সরাসরি কাউন্টার থেকে কিনলে ১টা যাইগায় ৭০০/৮০০ বাথ লাগতো)। Siam Ocean World এ দিনের বিভিন্ন সময় বিভিন্ন রকম শো থাকে, আমরা ১টার দিকে Shark feeding show টা উপভোগ করলাম। 4D Cinema hall টা Siam Ocean World এর পাশে, চমৎকার 4D অভিজ্ঞতা হল। সারাদিন Siam Paragon, Siam Center, Siam Discovery তে কেটে যায়।
৫ম দিন-
তুলনামূলক সস্তা মার্কেট হিসেবে পরিচিত Platinum, Pratunam, Indra Market ঘুরে বেড়াই। যাওয়া আসায় আমারা বাস ব্যবহার করি। যাওয়ার আগে Google Map এ route এর direction দিয়ে বাস নাম্বার জেনে নিলাম। Nana থেকে ২ নম্বর বাস কাছাকাছি বাস স্টপ এ যায়। Contractor কে Google Map এ থাই ভাষায় বাস স্টপ এর নাম দেখালেই হয় (মুখের কথায় বোঝানো যায় না)। Nana থেকে Platinum এর ভাড়া A/C Bus এ জনপ্রতি ১৩ বাথ আর Non A/C Bus এ জনপ্রতি ৮ বাথ। মার্কেট সাধারনত সকাল ১১ থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা থাকে।
বিকালে আমরা নদীর পাড়ের ICON SIAM মার্কেটে গেলাম।সন্ধ্যায় music এর তালে তালে দৃষ্টিনন্দন লেজার শো, interior design, thai traditional market, washroom দেখার মত। ঠিকমত মেনু সিলেক্ট
করতে পারলে এখানকার থাই ফুড এক কথায় অসাধারন।
৬ষ্ঠ দিন-
সকাল সকাল আমরা পাতায়ার জন্য রওনা হই। প্রথমে Nana BTS স্টেশন হতে Ekkamai BTS স্টেশনে আসি (জনপ্রতি ৩০ বাথ)। Eastern Bus Terminal - Ekkamai হতে Bus Terminal - Pattaya পর্যন্ত বাস এ আসলাম (জনপ্রতি ১১৯ বাথ)। প্রায় ২:৩০ ঘণ্টা সময় লাগলো। একটা ট্যাক্সি নিয়ে প্রথমে The Sanctuary of Truth এ যাই। এইটা একটা সম্পূর্ণ কাঠের তৈরি মন্দির। দৃষ্টিনন্দন কারুকাজের এই মন্দিরের Entry fee জনপ্রতি ৫০০ বাথ, তবে klook এ জনপ্রতি ৩৯০ বাথ।
এইখান থেকে আমরা গেলাম floating market pattaya তে। Entry fee জনপ্রতি ২০০ বাথ, তবে klook এ জনপ্রতি ১৫০ বাথ। টিকেটর সাথে থাই ট্রেডিশনাল ভিলেজ, বক্সিং আর হেড ম্যাসাজ অন্তভুক্ত ছিল।
এর পর পাতায়া বিচে গেলাম। কিছুটা সময় ওই খানে কাটিয়ে চলে গেলাম Art in Paradise এ। Entry fee জনপ্রতি ৪০০ বাথ, তবে klook এ জনপ্রতি ৩০০ বাথ। Art in Paradise এ অনেক 3D আর্ট রয়েছে। আর google play store থেকে Art in Paradise software download করে নিলে 3D video দেখতে পাওয়া যায়। আমাদের ছবি তোলার চেয়ে ভিডিও করার দিকে মনোযোগ বেশি ছিল।
সারাদিন ঘুরা শেষে আমরা আবার বাসে করে ব্যাংকক ফিরে আসলাম।
৭ম দিন-
৭ম দিন টুকিটাকি কেনাকাটা করে রাতের ফ্লাইটে ঢাকা ফিরে এলাম।
ভ্যাট রিফান্ডঃ
থাইল্যান্ডে কেনাকাটার ক্ষেত্রে ভ্যাট রিফান্ড সুবিধা পাওয়া যায়। এ জন্য ১ দিনে ১টি দোকান থেকে কমপক্ষে ২০০০ বাথের কেনাকাটা করতে হবে। দিনের কেনাকাটা শেষে ওই দোকানের ভ্যাট রিফান্ড কাউন্টার থেকে ১টা yellow paper এ vat refund application form এ সব কেনাকাটা summarize করে দেয়। তারপর এয়ারপোর্টে Check in এর আগে ১০ নম্বর গেইটের পাশে Customs inspection for VAT refund counter থেকে ঐ summarize yellow paper এ Thai Customs এর সিল (Stamp) নিতে হয়। তারপর Check in এবং Immigration শেষে VAT Refund for Tourists Office (এয়ারপোর্টের দুই দিকে আছে, Gate D এর কাছে) হতে Refund পাওয়া যায়।
পরিবেশ পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে আমরা এই ট্যুরে নিদীষ্ট জায়গা ছাড়া কোথাও কোন ময়লা আবর্জনা ফেলিনি। পরিবেশ রক্ষায় সকলের সচেতন হওয়া উচিত।
No comments:
Post a Comment